পূবের লাল সূর্যটা অমাবস্যা রাতের মৃত্যু ঘটিয়ে
নিয়ে আসে সোনালী দিনে জড়ানো এক গ্রহ,
হিমালয় নিংড়ে যে স্রোত আসে তার বক্ররেখায়
সোনালি পতঙ্গ নামে সেখানে হলদে ধানের ক্ষেত দোলাতে।
সেই দোলে ভালো-মন্দে করে বসবাস দিনরাত,
মাঝখানে বাঁচবার স্বপ্ন মাখামাখি করে আবির,
জন্ম দিতে হবে তাই, রেশমে মোড়া লাল টকটকে দিন,
ভোরের মুক্তা শিশির হয়ে ছড়িয়ে পড়বে গ্রহের সবখানে।
জীর্ণতা ঝেড়ে গ্রহ প্রাণের আবেগ ফিরে পাক নব অভ্যুদয়ে,
জেগে উঠুক নতুন শতাব্দীর ঝড় ভোরের মুখরতায়,
প্রজাপতি রূপে রং ছড়িয়ে কচি শিশির ঘাসের কিনার থেকে
উঠে এসে উড়ে যাক গ্রহে তেপান্তরে।
২০১২,
দিনাজপুর
চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র সূর্যাস্তে গমখেত (Wheat fields at sunset)। শিল্পী চিত্রটি আঁকেন জুন ১৮৮৮ সালে।
বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে কবিতাগ্রন্থের ১২ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।