ভুমিতে থাকা স্বপ্ন

আমাদের স্বপ্নেরা খোকাখুকুর গুটিগুটি পায়,
আমাদের স্বপ্নেরা রাশি রাশি বালুকা বেলায়,
আমাদের স্বপ্নেরা কাক ডাকা ভোরে,
আমাদের স্বপ্নেরা অলস দুপুরে,
আমাদের স্বপ্নেরা কৃষকের লাঙ্গলের ফলায়।

আমাদের স্বপ্নেরা পিচঢালা শহরের রাস্তায়,
আমাদের স্বপ্নেরা কারখানা শ্রমিকের চোখে,
আমাদের স্বপ্নেরা রোদে পোড়া টোকাইয়ের মুখে,
আমাদের স্বপ্নেরা চালকের দু’হাতের পেশিতে,
আমাদের স্বপ্নেরা শিল্পীর নিবিড় ছবিতে।

২০ অক্টোবর, ২০১৬
ময়মনসিংহ

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (Vincent van Gogh) (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র চাষরত কৃষক এবং মিল (Field with plowing farmer and mill)। শিল্পী চিত্রটি আঁকেন অক্টোবর ১৮৮৯ সালে।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে  কবিতাগ্রন্থের ৫৫ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।

আরো পড়ুন:  আশ্চর্য ভবিষ্যতবাণী

Leave a Comment

error: Content is protected !!