রেশম দিনের অপেক্ষায়

রাতের নীরবতায় দাঁড়িয়ে থাকব তোমার জন্য,

হৃদয়ের আবির দিয়ে আঁকব তোমার ছবি,

নিজেকে হারিয়ে ফেলব তুলির প্রতিটি আঁচড়ে,

নিঃসঙ্গ মুহুর্তে জন্ম নিবে ফ্যাকাসে ভোমরা।  

আমরা প্রাণভোমরাগুলোকে অনেক যত্ন করব-

রেশম দিনের জন্য, আমরা অপেক্ষায় থাকব

আঙুলের ভেতর আঙুল ছোঁয়ানো পর্যন্ত;

মাথায় ওপর আকাশ আরও রঙ্গিন হওয়া পর্যন্ত।

অনুভূতিকে গাঢ় করার জন্য আমরা কাঁধে হাত রাখব,

রাতের হিম যখন আমাদের ঠোঁটের উষ্ণতায় হারিয়ে যাবে

তখনই ডানা ছড়াবে ভোমরা।

২১/০২/২০১৯

চালাবন, দক্ষিণখান, উত্তরা, ঢাকা

বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া। আলোকচিত্রীর নাম: ভ্যান গখ

আরো পড়ুন:  বিস্ফোরণ থেকেই সৃষ্টি হোক

1 thought on “রেশম দিনের অপেক্ষায়”

  1. Getting curious and respectful on your original progressive ideas and precepts. I do assume that you have a quite bright progressive background of thinking about your time, history and surroundings. I would like to continue getting being enlightened from your interpretation of facts, fictions, and findings of common understanding….

    Reply

Leave a Comment

error: Content is protected !!