দুধিয়ামনি নদী বা দুদিয়ামনি নদী (ইংরেজি: Dudhiamoni River) হচ্ছে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা এবং রাণীশংকৈল উপজেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১৫-১৬ কিলোমিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। নদীটিতে জোয়ার ভাঁটার প্রভাব থাকে না। দুধিয়ামনি নদী মূলত কুলিক নদীর উপনদী যা কুলিক নদীর বাম তীরে এসে মিলিত হয়েছে।[১]
প্রবাহ: দুধিয়ামনি নদীটি ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের শালিখসার নিম্নভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। এখান থেকে নদীটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে পদমপুর, রাতোর, আটকড়া, বাবুরিয়া, ভাংবাড়ি বিলে প্রবেশ করেছে। এরপর নদীটি বাজেবকসায় গিয়ে বাম থেকে একটি ছোট প্রবাহ গ্রহণ করে কিছুটা পশ্চিমমুখে প্রবাহিত হয়ে সন্ধ্যারাইতে কুলিক নদীতে পতিত হয়েছে। নদীটি প্রবাহপথে রায়পুর, রাতোর ও বাচোর ইউনিয়ন অতিক্রম করেছে।
দুধিয়ামনি নদীতে সারা বছর পানি প্রবাহ থাকে না, তবে বর্ষা মৌসুমে পানি প্রবাহ বেড়ে যায়। শুকনো মৌসুমে নদীটি শুকিয়ে যায় এবং নদীর কিছু এলাকাজুড়ে ধান চাষ করা হয়। পলির প্রভাবে এ নদী ক্রমান্বয়ে ভরাট হয়ে যাচ্ছে এবং পূর্বের তুলনায় এই নদীর প্রবহমানতা অনেকটা হ্রাস পেয়েছে।
এই নদীর তীরে ভাউলার হাট, ডুমরকালি বাজার এবং রাতোর বাজার অবস্থিত। এই নদী অববাহিকায় কোনো সেচ প্রকল্প নেই। এই নদীতে কোনো রেগুলেটর নেই এবং কোনো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নেই।
আলোকচিত্রের ইতিহাস: রাণীসংকৈল উপজেলার সন্ধ্যারাই-বাজেবকসা অঞ্চলের গুগল আর্থের দুধিয়ামনি নদীর এই স্ক্রিনশটটি গ্রহণ করেছেন অনুপ সাদি ১৩ ডিসেম্বর ২০২০ তারিখে। উপরে উত্তর থেকে পশ্চিমে প্রবাহিত ধারাটি দুধিয়ামনি নদী।
তথ্যসূত্র
১. হানিফ শেখ, ড. মো. আবু (ফেব্রুয়ারি ২০১৬)। “উত্তর-পূর্বাঞ্চলীয় নদ-নদী”। বাংলাদেশের নদ-নদী ও নদী তীরবর্তী জনপদ (প্রথম সংস্করণ)। ঢাকা: অবসর প্রকাশনা সংস্থা। পৃষ্ঠা ৬৩। আইএসবিএন 978-9848797518।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।