বারুনী নদী নেত্রকোনার কেন্দুয়া এবং কিশোরগঞ্জের ইটনা ও তাড়াইল উপজেলার একটি নদী

বারুনী নদী বা বারুনি নদী বা বর্নি নদী হচ্ছে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা এবং কিশোরগঞ্জ জেলার ইটনা ও তাড়াইল উপজেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২৫ কিলোমিটার[১] এবং এটি মূলত সাইদুলি নদীর শাখানদী এবং এটি মগড়া নদীপ্রবাহের বা মগড়া নদী জলসম্ভারের (ইংরেজি: drainage basin) অংশ। মগড়া নদী সর্বশেষ ভাটিতে বারুনী নদীর সাথে মিলিত হবার পর ঘোড়াউত্রা নাম ধারণ করে।

বারুনি নদীর প্রবাহ

বারুনি নদীর উৎপত্তি সাইদুলি নদী শাখা হতে মুজাফফরপুরের কাছে তাম্বুলিপাড়া থেকে। নদীটি ইটনা ও তাড়াইল উপজেলার সীমানা দিয়ে কিশোরগঞ্জে প্রবেশ করে মগড়া নদিতে পতিত হয়েছে। মগড়া নদী বারুনি নদীর সাথে মিলিত হবার স্থল থেকেই নদীর নাম ঘোড়াউত্রা হয়েছে। ধানকুনিয়া ফেরিঘাট বারুনী নদীর তীরে অবস্থিত।

তথ্যসূত্র:

১. হক, ম. ইনামুল, বাংলাদেশের নদনদী, অনুশীলন, ঢাকা, প্রথম প্রকাশ জুলাই ২০১৭, পৃষ্ঠা ৯১, ১৭৩।

আরো পড়ুন:  কৃষ্ণাখালী নদী বাংলাদেশের নেত্রকোনা জেলার সদর উপজেলার একটি নদী

Leave a Comment

error: Content is protected !!