কপোতাক্ষ নদ বাংলাদেশের যশোর সাতক্ষীরা ও খুলনা জেলার একটি নদী

কপোতাক্ষ নদ বা কপোতাক্ষ (ইংরেজি: Kapotakkho River)  বাংলাদেশের যশোর সাতক্ষীরা ও খুলনা জেলার একটি নদী। নদটির দৈর্ঘ্য ৯৫ কিলোমিটার, গড় প্রশস্ততা ৪৫ মিটার।

কপোতাক্ষ নদের প্রবাহ পথ

প্রবাহ: কপোতাক্ষ নদটিযশোর জেলার চৌগাছা উপজেলায় ভৈরব নদী থেকে এবং এটি পরে খুলনা জেলার কয়রায় খোলপটুয়া নদীতে গিয়ে পতিত হয়েছে। নদীটি মৌসুমি প্রকৃতির। বর্ষাকালে নদটিতে স্বাভাবিকের চেয়ে পানির প্রবাহ অধিক মাত্রায় বৃদ্ধি পায়। এ সময় নদীর তীরবর্তী অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়। নদীটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত।

অন্যান্য তথ্য: কপোতাক্ষ নদটির প্রবাহের প্রকৃতি মৌসুমি এবং নদটি বন্যাপ্রবণ। নদটির অববাহিকার বাংলাদেশ অংশে কোনো প্রকল্প, কোনো ব্যারাজ বা রেগুলেটর এবং কোনো বন্যা নিয়ন্ত্রণ বাঁধও নেই। নদটির তীরে বাংলাদেশের মেহেরপুর পৌরসভা, দরিয়াপুর হাট, মহাজনপুর হাট, গরাবাড়িয়া হাট ও কাপাসডাঙ্গা হাট অবস্থিত।

তথ্যসূত্র:  

১. মানিক মোহাম্মদ রাজ্জাক, বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি, কথাপ্রকাশ, ঢাকা, ফেব্রুয়ারি, ২০১৫, পৃষ্ঠা ৬২, ISBN 984-70120-0436-4.

আরো পড়ুন:  আঠারোবাঁকি নদী বাংলাদেশের খুলনা, নড়াইল ও বাগেরহাট জেলার একটি নদী

Leave a Comment

error: Content is protected !!