বাংলাদেশের পাউবো নির্ধারিত ৪০৫টি নদনদীর নামের তালিকা

দক্ষিণ এশিয়ার অন্তর্গত বাংলাদেশ একটি ছোট নদীবহুল নদীমাতৃক দেশ। শাখা-প্রশাখাসহ প্রায় ১২০০-এর অধিক নদনদী আছে বাংলাদেশে। এসব নদনদীর সবগুলো সম্পর্কে যথেষ্ট তথ্য পাওয়া যায় না। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউবো বাংলাদেশের নদনদীগুলো সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করেছে এবং নদীগুলোর নামকরণকে নিজেদের মতো করে সাজিয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউবো বাংলাদেশের নদীগুলোকে সংখ্যাবদ্ধ করেছে এবং প্রতিটি নদীর একটি পরিচিতি নম্বর দিয়েছে।  এর ফলে তাদের হিসাব অনুযায়ি বাংলাদেশে নদীর সংখ্যা এখন ৪০৫টি। পাউবো কর্তৃক নির্ধারিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী (১০২টি), উত্তর-পশ্চিমাঞ্চলের নদী (১১৫টি), উত্তর-পূর্বাঞ্চলের নদী (৮৭টি), উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী (৬১টি), পূর্ব-পাহাড়ি অঞ্চলের নদী (১৬টি) এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী (২৪টি) হিসেবে বিভাজন করে তালিকাভুক্ত করা হয়েছে।

পাউবো নির্ধারিত বাংলাদেশের নদনদী:

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী: ১. আঠারবাঁকি নদী, ২. আড়িয়াল খাঁ নদী, ৩. আতাই নদী, ৪. আন্ধারমানিক নদী, ৫. আফ্রা নদী, ৬. অর্পণগাছিয়া নদী, ৭. ইছামতি-কালিন্দি নদী, ৮. কচা নদী, ৯. কপোতাক্ষ নদী, ১০. কুমার নদ (চুয়াডাঙ্গা), ১১. কুমার নদী (ফরিদপুর-গোপালগঞ্জ), ১২. কুমার আপার নদী, ১৩. কুমার লোয়ার নদী, ১৪. কয়রা নদী, ১৫. করুলিয়া নদী, ১৬. কাকশিয়ালী নদী, ১৭. কাজীবাছা নদী, ১৮. কাটাখালী নদী, ১৯. কাটাখাল নদী, ২০. কালীগঙ্গা নদী (পিরোজপুর), ২১. কীর্তনখোলা নদী, ২২.  খায়রাবাদ নদী, ২৩. খোলপেটুয়া নদী, ২৪. গড়াই নদী, ২৫. গুনাখালি নদী, ২৬. গলঘেসিয়া নদী, ২৭. গুলিশাখালী নদী, ২৮. ঘাঘর নদী, ২৯. ঘাসিয়াখালী নদী, ৩০. চত্রা নদী, ৩১. চুনকুড়ি নদী, ৩২. চন্দনা-বারাশিয়া নদী, ৩৩. চাটখালী নদী, ৩৪. চিত্রা নদী, ৩৫. ঝপঝপিয়া নদী, ৩৬. টর্কি নদী, ৩৭. টিয়াখালি নদী, ৩৮. ঢাকি নদী, ৩৯. তেঁতুলিয়া নদী, ৪০. তেলিগঙ্গা-ঘেংরাইল নদী, ৪১. দড়াটানা-পয়লাহারা নদী, ৪২. দাড়ির গাঙ নদী, ৪৩. দেলুতি নদী, ৪৪. নুন্দা-উত্রা নদী, ৪৫. নবগঙ্গা নদী, ৪৬. নড়িয়া নদী, ৪৭. নেহালগঞ্জ-রঙমাটিয়া নদী, ৪৮. পটুয়াখালী নদী, ৪৯. পুটিমারি নদী, ৫০. পুরাতন পশুর নদী, ৫১. পশুর নদী, ৫২. পাণ্ডব নদী, ৫৩. পানগুছি নদী, ৫৪. পালং নদী, ৫৫. ফটকি নদী, ৫৬. বগী নদী, ৫৭. বুড়িশ্বর-পায়রা নদী, ৫৮. বলেশ্বর নদী, ৫৯. বাদুড়গাছা নদী, ৬০. বিশখালী নদী, ৬১. বিশারকন্দা-বাগদা নদী, ৬২. বিষ্ণু-কুমারখালি নদী, ৬৩. বেগবতী নদী, ৬৪. বেতনা নদী, ৬৫. বেলুয়া নদী, ৬৬. ভদ্রা নদী, ৬৭. ভুবনেশ্বর নদী, ৬৮. ভৈরব নদ, ৬৯. ভৈরব নদী (বাগেরহাট), ৭০. ভৈরব-কপোতাক্ষ নদ, ৭১. ভোলা নদী, ৭২. মংলা নদী, ৭৩. মুক্তেশ্বরী টেকা নদী, ৭৪. মধুমতি নদী, ৭৫. মরিচ্চাপ-লবঙ্গবতী নদী, ৭৬. মাথাভাঙ্গা নদী, ৭৭. মাদারগাঙ নদী, ৭৮. মাদারীপুর বিলরুট নদী, ৭৯. মালঞ্চ নদী, ৮০. মিনহাজ নদী, ৮১. রূপসা নদী, ৮২. রাবনাবাদ নদী, ৮৩. রায়মঙ্গল নদী, ৮৪. লোহালিয়া নদী, ৮৫. শাকবাড়িয়া নদী, ৮৬. শাতলা-হারতা-নাথারকান্দা নদী, ৮৭. শালদহ নদী, ৮৮. শিবসা নদী, ৮৯. শোলমারি নদী, ৯০. সুগন্ধা নদী, ৯১. সন্ধ্যা নদী, ৯২. সয়া-হাড়িভাঙ্গা নদী, ৯৩. সাপমারা-হাবড়া নদী, ৯৪. সালতা নদী, ৯৫. সিরাজপুর হাওর নদী, ৯৬. হরি নদী, ৯৭. হরিহর নদী, ৯৮. হামকুড়া নদী, ৯৯. হাড়িয়া নদী, ১০০. হাপরখালী নদী, ১০১. হাবরখালী নদী, ১০২. হিশনা-ঝাঞ্চা নদী।

উত্তর-পশ্চিমাঞ্চলের নদী: ১. আখিরা-মাচ্চা নদী, ২. আত্রাই নদী, ৩. আত্রাই বা কাঁকড়া নদী (দিনাজপুর), ৪. আত্রাই বা গুড় নদী (নওগাঁ-নাটোর), ৫. আত্রাই নদী (পাবনা), ৬. আলাই নদী, ৭. আলাইকুমারী নদী, ৮. ইছামতি নদী (দিনাজপুর), ৯. ইছামতি নদী (পাবনা), ১০. ইছামতি নদী (বগুড়া), ১১. ইছামতি নদী (বগুড়া-সিরাজগঞ্জ), ১২. ইরামতি নদী, ১৩. করতোয়া নদী, ১৪. করতোয়া নদী (নীলফামারী), ১৫. কাগেশ্বরী নদী, ১৬. কাটাখালী নদী, ১৭. কালা নদী, ১৮. কালাপানি নদী, ১৯. কালুদাহা নদী, ২০. কুমলাল-নাউতারা নদী, ২১. কুরুম নদী, ২২. কুলিক নদী, ২৩. খড়খড়িয়া-তিলাই নদী, ২৪. খালসিডিঙ্গি নদী, ২৫. গদাই নদী, ২৬. গভেশ্বরী নদী, ২৭. পদ্মা নদী, ২৮. গাংনাই নদী, ২৯. গিদারী নদী, ৩০. গিরাই নদী, ৩১. শুকসী নদী, ৩২. গোবরা নদী, ৩৩. গোহালা নদী, ৩৪. ঘড়িয়া খাল নদী, ৩৫. ঘাঘট নদী, ৩৬. ঘিরনাই নদী, ৩৭. ঘোড়ামারা নদী, ৩৮. চাওয়াই নদী, ৩৯. চিকনাই নদী, ৪০. চিকলী নদী, ৪১. চিরি নদী, ৪২. চিড়ি নদী, ৪৩. চুঙ্গাভাঙ্গা নদী, ৪৪. ছাতনাই নদী, ৪৫. ছোট ঢেপা নদী, ৪৬. ছোট যমুনা নদী, ৪৭. ছোট সেনুয়া নদী, ৪৮. টাঙ্গন নদী, ৪৯. ডাহুক নদী, ৫০. ঢেপা নদী, ৫১. তালমা নদী, ৫২. তিস্তা নদী, ৫৩. তিস্তা নদী (পঞ্চগড়), ৫৪. তীরনই নদী, ৫৫. তীরনই নদী (পঞ্চগড়), ৫৬. তুলসীগঙ্গা নদী, ৫৭. দুধকুমার নদ, ৫৮. দেওনাই-চাড়ালকাটা-যমুনেশ্বরী নদী, ৫৯. ধরলা নদী, ৬০. ধাইজান নদী, ৬১. ধুম নদী, ৬২. নর্ত নদী, ৬৩. নলশীসা নদী, ৬৪. নলেয়া নদী, ৬৫. নাগর আপার নদী, ৬৬. নাগর লোয়ার নদী, ৬৭. নারোদ নদী, ৬৮. পলিমারি নদী, ৬৯. পাগলা নদী, ৭০. পাথরঘাটা নদী, ৭১. পাথরাজ নদী, ৭২. পুনর্ভবা নদী, ৭৩. পেটকী নদী, ৭৪. ফকিরনী নদী, ৭৫. ফুলকুমার নদী, ৭৬. ব্রহ্মপুত্র-যমুনা, ৭৭. বড়াল আপার নদী, ৭৮. বড়াল লোয়ার নদী, ৭৯. বাঙালি নদী, ৮০. বাদাই নদী, ৮১. বার্নাই নদী, ৮২. বান্নী নদী, ৮৩. বুরাইল নদী, ৮৪. বুল্লাই নদী, ৮৫. বুড়িখোড়া নদী, ৮৬. বুড়ি তিস্তা নদী, ৮৭. বেরং নদী, ৮৮. বেলান নদী, ৮৯. বেসানী নদী, ৯০. বোরকা নদী, ৯১. ভাদাই নদী, ৯২. ভুল্লী নদী, ৯৩. ভেরসা নদী, ৯৪. মহানন্দা আপার নদী, ৯৫. মহানন্দা লোয়ার নদী, ৯৬. মাইলা নদী, ৯৭. মালদাহা নদী, ৯৮. মুসাখান নদী, ৯৯. মানস নদী, ১০০. যমুনা নদী (পঞ্চগড়), ১০১. রতনাই নদী, ১০২. রামচণ্ডি নদী, ১০৩. রাক্ষসিনী-তেঁতুলিয়া নদী, ১০৪. লেংগা নদী, ১০৫. লোনা নদী, ১০৬. শিব নদী, ১০৭. সতী-স্বর্ণামতি-ভাটেশ্বরী নদী, ১০৮. সিমলাজান নদী, ১০৯. সিরামাখালী খাল নদী, ১১০. সিংগিমারী নদী, ১১১. সুই নদী, ১১২. সেনুয়া নদী, ১১৩. সোজ নদী, ১১৪. হারাবতী নদী, ১১৫. হুরাসাগর নদী। 

আরো পড়ুন:  সেনুয়া নদী বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার একটি নদী

উত্তর-পূর্বাঞ্চলের নদী: ১. আত্রাখালি নদী, ২. আবুয়া নদী বা নান্দিয়া গাং, ৩. আমরি খাল নদী, ৪. ইসদার খাল-বারভাঙ্গা নদী, ৫. উপদাখালী নদী, ৬. উমিয়াম নদী, ৭. কর্ণঝরা নদী, ৮. কর্ণ-বালজা নদী, ৯. করিস নদী, ১০. কাঁচামাটিয়া নদী, ১১. কাপনা নদী, ১২. কামারখাল নদী, ১৩. কামারখালী নদী, ১৪. কালদাহার-কানিয়াকুল নদী, ১৫. কালনী নদী, ১৬. কালাপানিঝরা নদী, ১৭. কুশিয়ারা নদী, ১৮. কোরাঙ্গী নদী, ১৯. খাজাচিং নদী, ২০. খাসিমারা নদী, ২১. খেপা নদী, ২২. খোয়াই নদী, ২৩. গুমাই নদী, ২৪. ঘাগটিয়া নদী, ২৫. ঘানুরা-বগালা নদী, ২৬. ঘোড়াউত্রা নদী, ২৭. চামতি নদী, ২৮. চিতলখালী নদী, ২৯. চেলা নদী, ৩০. জাফলং-ডাউকি নদী, ৩১. জালিয়া ছড়া নদী, ৩২. জালুখালি নদী, ৩৩. জুরী নদী, ৩৪. ডাউকা নদী, ৩৫. ধলা নদী, ৩৬. দুধদা নদী, ৩৭. দোলতা নদী, ৩৮. ধনু নদী, ৩৯. ধলাই-বিসনাই নদী, ৪০. ধলাই নদী, ৪১. নকলা-সুন্দ্রাকাশি নদী, ৪২. নরসুন্দা নদী, ৪৩. নলজুর নদী, ৪৪. নয়াগাং নদী, ৪৫. নয়াগাঙ নদী, ৪৬. নিতাই নদী, ৪৭. পাটনাই-পাইকারতলা নদী, ৪৮. পাবিজুড়ি-কুশি গাঙ-কুশিয়া নদী, ৪৯. পিয়াইন নদী, ৫০. পিয়াইন নদী (সুনামগঞ্জ-নেত্রকোনা), ৫১. পুরনো সুরমা নদী, ৫২. পোড়া খাল-খাইয়া নদী, ৫৩. বটরখাল নদী, ৫৪. বড় গাং নদী, ৫৫. বাউলাই নদী, ৫৬. বাথাইল নদী, ৫৭. বালই নদী, ৫৮. বিজনা-গুঙ্গাইজুরি নদী, ৫৯. বিবিয়ানা নদী, ৬০. বেকরা নদী, ৬১. বেতৈর নদী, ৬২. বেদুরি খাল নদী, ৬৩. ভাবনা-বাঁশিয়া-বহিয়া গাং নদী, ৬৪. ভোগাই-কংস নদী, ৬৫. মগড়া নদী, ৬৬. মনু নদী, ৬৭. মরা সুরমা নদী, ৬৮. মহারশি নদী, ৬৯. মহাসিং নদী, ৭০. মালিজি নদী, ৭১. মিরগী নদী, ৭২. জাদুকাটা নদী, ৭৩. লংলা নদী, ৭৪. লাইন নদী, ৭৫. লাউরানজানি নদী, ৭৬. লুভা নদী, ৭৭. সাইদুলি-বারনি নদী, ৭৮. সাতারখালী নদী, ৭৯. সারি গোয়াইন নদী, ৮০. সিনাই নদী, ৮১. সিঙ্গুয়া নদী, ৮২. সুতাং নদী, ৮৩. সুরমা নদী, ৮৪. সোনাই-বরদাল নদী, ৮৫. সোমেশ্বরী নদী, ৮৬. সোমেশ্বরী নদী (ধর্মপাশা), ৮৭. সোমেশ্বরী নদী (শ্রীবর্দী-ঝিনাইগাতি)।

আরো পড়ুন:  জলঢাকা নদী বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের একটি আন্তঃসীমান্ত নদী

উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী: ১. আইমান-আখিলা নদী, ২. আইমান-মোবারি নদী, ৩. আড়িয়াল খাঁ নদী, ৪. ইছামতি নদী (মানিকগঞ্জ), ৫. ইছামতি নদী (সিরাজদিখান), ৬. ইলিশমারী নদী, ৭. এলংজানী নদী, ৮. কাটাখালী নদী, ৯. কালিগঙ্গা নদী (মানিকগঞ্জ), ১০. খিরো নদী (ত্রিশাল), ১১. খিরো নদী (ভালুকা), ১২. গাংডুবি নদী, ১৩. গাজীখালী নদী, ১৪. গোল্লার খাল নদী, ১৫. চাতাল নদী, ১৬. চাপাই নদী, ১৭. চিলাই নদী, ১৮. জয়পাড়া খাল নদী, ১৯. ঝারকাটা নদী, ২০. জিঞ্জিরাম নদী, ২১. ঝিনাই নদী, ২২. টঙ্গী খাল নদী, ২৩. টংকি খাল নদী, ২৪. তালতলা খাল নদী, ২৫. তুরাগ নদী, ২৬. তুলসীখালী খাল নদী, ২৭. ধলেশ্বরী নদী, ২৮. নাগদা খাল নদী, ২৯. নাঙ্গলা নদী, ৩০. নালজুরি খাল নদী, ৩১. নাংলী নদী, ৩২. পদ্মা নদী, ৩৩. পাগারিয়া-শিলা নদী, ৩৪. পারুলি খাল নদী, ৩৫. পাহাড়িয়া নদী, ৩৬. পুরনো ধলেশ্বরী নদী, ৩৭. পুরাতন ব্রহ্মপুত্র নদী, ৩৮. পুংলী নদী, ৩৯. বংশী নদী, ৪০. বংশী নদী (সাভার), ৪১. ব্রহ্মপুত্র নদী (নরসিংদী-মুন্সীগঞ্জ), ৪২. বাকসাতরা নদী, ৪৩. বাজ্জা-মেধুয়া নদী, ৪৪. বানার আপার নদী, ৪৫. বানার লোয়ার নদী, ৪৬. বালু নদী, ৪৭. বুড়িগঙ্গা নদী, ৪৮. বৈরান নদী, ৪৯. বোশখালীর খাল নদী, ৫০. মরা জিঞ্জিরাম নদী, ৫১. মাহারি নদী, ৫২. মিনিখালী নদী, ৫৩. লাবুন্ধা নদী, ৫৪. লৌহজং নদী, ৫৫. শীতলক্ষ্যা নদী, ৫৬. সালদা নদী, ৫৭. সুতী নদী, ৫৮. সুতিয়া নদী, ৫৯. সোনাখালী নদী, ৬০. হাই নদী, ৬১. হাড়িদোয়া নদী।

পূর্ব-পাহাড়ি অঞ্চলের নদী: ১. ইছামতি নদী (রাঙ্গামাটি), ২. ঈদগাও নদী, ৩. কর্ণফুলি নদী, ৪. কাসালং নদী, ৫. চিংড়ি বা চেঙ্গি নদী, ৬. ডলু খাল-টংকাবতী খাল নদী, ৭. নাফ নদী, ৮. বুড়া মাতামুহুরী নদী, ৯. বাঁকখালি নদী, ১০. ভারুয়াখালি নদী, ১১. ভোলাখাল নদী, ১২. মাইনী নদী, ১৩. মাতামুহুরী নদী, ১৪. রাংখাইন নদী, ১৫. সাঙ্গু নদী, ১৬. হালদা নদী।

দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী: ১. আর্সি-নালিয়া নদী, ২. কাকড়ি নদী, ৩. কাস্তি নদী, ৪. গোমতী নদী, ৫. ঘুংঘুর নদী, ৬. ছোট ফেনী নদী, ৭. ডাকাতিয়া নদী, ৮. ডাসাডিয়া নদী, ৯. তিতাস নদী, ১০. তিতাস নদী (নরসিংদী সদর-বাঞ্ছারামপুর), ১১. ধনাগোদা নদী, ১২. ফেনী নদী, ১৩. বিজলি নদী, ১৪. বুড়ি নদী, ১৫. ভুলুয়া নদী, ১৬. মুহুরী নদী, ১৭. মেঘনা আপার নদী, ১৮. মেঘনা লোয়ার নদী, ১৯. লহর নদী, ২০. লংগন বলভদ্রা নদী, ২১. সালদা নদী, ২২. সেলোনিয়া নদী, ২৩. সোনাই নদী, ২৪. হাওড়া নদী।

আরো পড়ুন:  বাংলাদেশে প্রাপ্ত ১৯৯ প্রজাতির উভচর ও সরীসৃপের তালিকা

বাংলাদেশ-ভারত-মায়ানমারের আন্তঃসীমান্ত নদী:

আন্তঃসীমান্ত নদী হলো এমন ধরণের নদী যা অন্তত এক বা একাধিক দেশের রাজনৈতিক সীমান্ত অতিক্রম করে। এই সীমান্ত কোনো দেশের অভ্যন্তরস্থ সীমান্ত বা আন্তর্জাতিক সীমান্ত হতে পারে। বর্তমানে পৃথিবীতে প্রায় ২৬০টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন কর্তৃক স্বীকৃত আন্তঃসীমান্ত নদীর সংখ্যা প্রায় ৫৮ টি। সেগুলো হচ্ছে ১. রায়মঙ্গল নদী, ২. ইছামতি-কালিন্দি নদী, ৩. বেতনাকোদালিয়া নদী, ৪. ভৈরব-কপোতাক্ষ নদ, ৫. মাথাভাঙ্গা নদী, ৬. গঙ্গা নদী, . পাগলা নদী, ৮. আত্রাই নদী, ৯. পুনর্ভবা নদী, ১০. তেতুলিয়া নদী, ১১. টাংগন নদী, ১২. কুলিক নদী, ১৩. নাগর নদী, ১৪. মহানন্দা নদী, ১৫. ডাহুক নদী, ১৬. করতোয়া নদী, ১৭. তালমা নদী, ১৮. ঘোড়ামারা নদী, ১৯. দেওনাই-চাড়ালকাটা-যমুনেশ্বরী নদী, ২০. বুড়ি তিস্তা নদী, ২১. তিস্তা নদী, ২২. ধরলা নদী, ২৩. দুধকুমার নদ, ২৪. ব্রহ্মপুত্র, ২৫. জিঞ্জিরাম নদী, ২৬. চেল্লাখালি নদী, ২৭. ভোগাই নদী, ২৮. সোমেশ্বরী নদী, ২৯. জালুখালি নদী, ৩০. নয়াগাঙ নদী, ৩১. উমিয়াম নদী, ৩২. যাদুকাটা নদী, ৩৩. ধলা নদী, ৩৪. পিয়াইন নদী, ৩৫. সারিগোয়াইন নদী, ৩৬. সুরমা নদী, ৩৭. কুশিয়ারা নদী, ৩৮. সোনাইবরদল নদী, ৩৯. জুরি নদী, ৪০. মনু নদী, ৪১. ধলাই নদী, ৪২. লংলা নদী, ৪৩. খোয়াই নদী, ৪৪. সুতাং নদী, ৪৫. সোনাই নদী, ৪৬. হাওড়া নদী, ৪৭. বিজনী নদী, ৪৮. সালদা নদী, ৪৯. গোমতী নদী, ৫০. কাঁকড়িডাকাতিয়া নদী, ৫১. সিলোনিয়া নদী, ৫২. মুহুরী নদী, ৫৩. ফেনী নদী, ৫৪. কর্ণফুলি নদী, ৫৫. নিতাই নদী, ৫৬. সাঙ্গু নদী, ৫৭. মাতামুহুরী নদী, ৫৮. নাফ নদী।

বাংলাদেশের অন্যান্য নদী: উপরে উল্লেখিত ৪০৫টি নদী ছাড়াও বাংলাদেশে আরও চার শতাধিক নদী রয়েছে। সেসবের কিছু নদীর নাম নিচে দেয়া হলও।

১. আউলিয়াখানা নদী, ২. আমনদামন নদী, ৩. আস্তাইল নদী, ৪. কাওরাইদ নদী, ৫. কাজীপুর নদী, ৬. কালিন্দী নদী, ৭. খাড়িয়া নদী, ৮. গুমানি নদী, ৯. খোয়াথল্যাংতুইপুই নদী, ১০. চোরখাই নদী, ১১. জলঢাকা নদী, ১২. তেতুলিয়া নদী, ১৩. তৈনগাঙ, ১৪. থেগা নদী, ১৫. নাগেশ্বরী নদী, ১৬. ধানখালী নদী, ১৭. ধানসিঁড়ি নদী, ১৮. নীলগঞ্জ নদী, ১৯. পঞ্চবেণী, ২০. প্রাণসায়র নদী, ২১. বড়াল নদী, ২২. বরাক নদী, ২৩. বান্দসা নদী, ২৪. বুড়ো গৌরাঙ্গ নদী, ২৫. ময়ুর নদী, ২৬. রায়ডাক নদী, ২৭. লঙ্গাই নদী, ২৮. শুক নদী, ২৯. হরবাংছড়া নদী, ৩০. হরিণঘাটা নদী, ৩১. হাড়িয়াভাঙা নদী, ৩২. হেরাচামতি নদী।

তথ্যসূত্র:

১. মাসুদ হাসান চৌধুরী, আন্তঃসীমান্ত_নদী, ওয়েবসাইট, বাংলাপিডিয়া, ১৬ জুন ২০১৪,http://bn.banglapedia.org/index.php?title=আন্তঃসীমান্ত_নদী,

২. মানিক মোহাম্মদ রাজ্জাক, বাংলাদেশের নদনদী বর্তমান গতিপ্রকৃতি, কথাপ্রকাশ, ঢাকা, ফেব্রুয়ারি, ২০১৫, পৃষ্ঠা ৭-৮, ISBN 984-70120-0436-4.

Leave a Comment

error: Content is protected !!