হড়াই নদী (ইংরেজি: Horai River) রাজবাড়ি জেলার সদর ও বালিয়াকান্দি উপজেলার একটি নদী। বাংলাদেশের এই নদীটির দৈর্ঘ্য প্রায় ৫০ কিলোমিটার এবং গড় প্রস্থ ৬০ মিটার। নদীটিতে জোয়ারভাটার প্রভাব নেই।
হড়াই নদী রাজবাড়ী জেলার পদ্মা নদীর শাখা হতে উৎপত্তি লাভ করেছে। এরপর নদীটি রাজবাড়ি সদরের খানগঞ্জ, চন্দনা, মিজানপুর ও বালিয়াকান্দির বহরপুর, ইসলামপুর ও জামালপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে হড়াই নদীর মুখ পদ্মার খাড়ি থেকে ২.১৫ কিলোমিটার পর্যন্ত সমতল ভূমি হয়ে গিয়েছিল। ২০১৯ সালে দুই কোটি টাকা ব্যয়ে ৫০ কিলোমিটার হড়াই নদী খনন করা হয়।[১]
আলোকচিত্রের ইতিহাস: নভেম্বর ২০১৯-এর প্রথম সপ্তাহে, নাসির সিফাতের তোলা হিরন্যকান্দি, ইসলামপুর, বালিয়াকান্দি, রাজবাড়ীতে হড়াই নদী।
তথ্যসূত্র:
১. এম. মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি, ১৫ জুলাই ২০১৯, “খননে যৌবন ফিরেছে রাজবাড়ীর হড়াই নদীর”, dhakatimes24.com, https://www.dhakatimes24.com/2019/07/15/128922/
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।