হড়াই নদী রাজবাড়ি জেলার সদর ও বালিয়াকান্দি উপজেলার একটি নদী

হড়াই নদী (ইংরেজি: Horai River) রাজবাড়ি জেলার সদর ও বালিয়াকান্দি উপজেলার একটি নদী। বাংলাদেশের এই নদীটির দৈর্ঘ্য প্রায় ৫০ কিলোমিটার এবং গড় প্রস্থ ৬০ মিটার। নদীটিতে জোয়ারভাটার প্রভাব নেই।

হড়াই নদী রাজবাড়ী জেলার পদ্মা নদীর শাখা হতে উৎপত্তি লাভ করেছে। এরপর নদীটি রাজবাড়ি সদরের খানগঞ্জ, চন্দনা, মিজানপুর ও বালিয়াকান্দির বহরপুর, ইসলামপুর ও জামালপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

উল্লেখ্য দীর্ঘদিন ধরে হড়াই নদীর মুখ পদ্মার খাড়ি থেকে ২.১৫ কিলোমিটার পর্যন্ত সমতল ভূমি হয়ে গিয়েছিল। ২০১৯ সালে দুই কোটি টাকা ব্যয়ে ৫০ কিলোমিটার হড়াই নদী খনন করা হয়।[১]

আলোকচিত্রের ইতিহাস: নভেম্বর ২০১৯-এর প্রথম সপ্তাহে, নাসির সিফাতের তোলা হিরন্যকান্দি, ইসলামপুর, বালিয়াকান্দি, রাজবাড়ীতে হড়াই নদী।

তথ্যসূত্র:

১. এম. মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি, ১৫ জুলাই ২০১৯, “খননে যৌবন ফিরেছে রাজবাড়ীর হড়াই নদীর”, dhakatimes24.com, https://www.dhakatimes24.com/2019/07/15/128922/

আরো পড়ুন:  নাহাল নদী বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলার একটি নদী

Leave a Comment

error: Content is protected !!