ছোট ছাতিম দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার সুদৃশ্য সুগন্ধি ফুলের বৃক্ষ

[otw_shortcode_info_box border_type=”bordered” border_color_class=”otw-red-border” border_style=”bordered” shadow=”shadow-inner” rounded_corners=”rounded-10″]বৈজ্ঞানিক নাম: Alstonia macrophylla Wall. ex G. Don, Gen. Syst. 4: 87 (1837). সমনাম: Alstonia costata Wall. (1829), Alstonia macrophylla Wall. (1829), Alstonia acuminata Miq. (1869), Alstonia pangkorensis King & Gamble (1970). ইংরেজি নাম: Devil’s Tree. স্থানীয় নাম: ছোট ছাতিম । জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ/রাজ্য: Plantae বিভাগ: Angiosperms অবিন্যাসিত:Eudicots অবিন্যাসিত: Asterids বর্গ: Gentianales পরিবার: Apocynaceae গণ: Alstonia প্রজাতি: Alstonia macrophylla[/otw_shortcode_info_box]

ভূমিকা: ছোট ছাতিম হচ্ছে এপোসিনাসি পরিবারের এলস্টোনিয়া গণের  একটি সপুষ্পক বৃক্ষ।

বিবরণ: ছোট ছাতিম লম্বা বৃক্ষ। এদের পাতা এক আবর্তে ৩-৪টি, পত্রবৃন্ত অনূর্ধ্ব ২ সেমি লম্বা, পত্রফলক ১৫-৩০ x ৪.৫-৯.৫ সেমি, উপবৃত্তাকার-বল্লমাকার, অর্ধ-চর্মবৎ, উপরের পৃষ্ঠ চকচকে, অঙ্কীয় পৃষ্ঠ বিবর্ণতর, ১৪-২১ জোড়া পার্শ্ব শিরাবিশিষ্ট, ঝিল্লিময়, উপরের পৃষ্ঠ মসৃণ, অঙ্কীয় পৃষ্ঠ ঘন রোমশ, নিম্নাংশ ক্রমান্বয়ে সরু, শীর্ষ আকস্মিকভাবে খর্ব-দীর্ঘাগ্র। পুষ্পবিন্যাস প্রান্তীয়, বহু-পুষ্পবিশিষ্ট সমভূমঞ্জরী সাইম, রোমশ। পুষ্প ক্ষুদ্র, সাদা। বৃতি ঘণ্টাকার, খন্ড ৫টি, ডিম্বাকার, সূক্ষ্মাগ্র, রোমশ, ০.৫ মিমি লম্বা। দলমণ্ডল বেলনাকার, বহির্দেশ মসৃণ, ৫ মিমি লম্বা, মুখ সংকুচিত, খন্ডসমূহ গোলাকার। ফলিক্যাল বহুসংখ্যক, সরু, বিলম্বী, অনূর্ধ্ব ৩৬ সেমি লম্বা। ফুল ও ফল ধারণ ঘটে জুন থেকে জানুয়ারি মাসে।

ক্রোমোসোম সংখ্যা: ২n = ২২ (Kumar and Subramaniam, 1986)।

চাষাবাদ ও আবাসস্থল: রাস্তার কিনারায় আবাদ করা হয়। বংশ বিস্তার হয় বীজ দ্বারা।

বিস্তৃতি: বোর্নিও, কম্বোডিয়া, সেলিবিস, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নিউ গিনি, ফিলিপাইন এবং থাইল্যান্ড। বাংলাদেশে ইহা বনাঞ্চলের বৃক্ষ রূপে প্রবর্তন করা হয়।

অর্থনৈতিক ব্যবহার ও গুরুত্ব: মূলের ক্বাথ উচ্চরক্তচাপ রোধক, পিত্তনাশক এবং বলবর্ধক। বাকলের দ্রবণীয় আরক, ক্বাথ, চূর্ণ বা জলজ সুরা জাতীয় দ্রবণ জ্বরনাশক ঔষধ ও আমাশয় নিবারক। ফিলিপাইনে অস্থিসন্ধি মচকানো কালশিরা ও অস্থিসন্ধি চ্যুতি এর নিরাময়ের জন্য নারিকেল তেলের সাথে এই গাছের পাতার পুলটিশ ব্যবহার করা হয় (Ludivina et al., 1977)। ছাতিমের বিভিন্ন ভেষজ গুনাগুণ সম্পর্কে বিস্তারিত পড়ুন

আরো পড়ুন:  জিনিয়া শীতকালীন মৌসুমের বাগান ও টবে চাষযোগ্য পরিচিত আলংকারিক ফুল

ছাতিমের কয়েকটি ভেষজ গুনাগুণ

অন্যান্য তথ্য: বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের ৬ঠ খণ্ডে (আগস্ট ২০১০) ছোট ছাতিম প্রজাতিটির সম্পর্কে বলা হয়েছে যে, এদের শীঘ্র কোনো সংকটের কারণ দেখা যায় না এবং বাংলাদেশে এটি আশঙ্কামুক্ত হিসেবে বিবেচিত। বাংলাদেশে ছোট ছাতিম সংরক্ষণের জন্য কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। প্রজাতিটি সম্পর্কে প্রস্তাব করা হয়েছে যে এই প্রজাতিটির বৃক্ষ রোপণ বাড়ানো যেতে পারে।

তথ্যসূত্র:

১. এম আতিকুর রহমান, (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৬ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ১৮৬-১৮৭। আইএসবিএন 984-30000-0286-0

Leave a Comment

error: Content is protected !!