সাধ

দু দেয়ালে রুজু রুজু

        দুটো ছবি

                  টাঙানো পেরেকে।

একটিতে কাটায় বিদ্ধ

যীশুখ্রীষ্ট!

 

           অন্যটিতে

হেলায় করেন কর্ণ মৃত্যুকে বরণ

     রথের চাকায় হাত রেখে।

 

দুটোই জ্বলজ্বল করছে

       বিধিবহিভূর্ত দুটি

           চিরঞ্জীব

 

               জন্মের মহিমা।

তার নিচে

যেখানেই থাকো –

      একবার ফিরিয়ে ঘাড়,

           দেখ, কুমারী মা :

 

বাইরে চলে সারারাত অক্লান্ত বর্ষণ

থেকে থেকে চমকাচ্ছে বিদ্যুৎ

জন্মাষ্টমীর মত অন্ধকার

     এই আলো-নেভানো শহরে :

 

দেখ, ঘর আলো ক’রে

জন্মদুঃখী মা আমার

       সুখস্বপ্নে

           এক হাতে চিবুক।

 

অন্য হাতে

ভারবহনের গর্বে ধ’রে আছে

জানলার গরাদ।

 

জেনে তুমি সুখী হও –

কাল তার সাধ ॥

আরো পড়ুন:  ছেলে গেছে বনে

Leave a Comment

error: Content is protected !!