ঠাকুরমার ঝুলি

    এ-দুয়োরে যায়:  দূর-দূর!  

    ও-দুয়োরে যায় । ছেই-ছেই !

 

সুয়োরানী লো সুয়োরানী তোর

রাজ্যে দিল হানা

পাথরচাপা কপাল যার সেই

ঘুটেকুড়ানির ছানা

 

ঘেন্নায় মরি, ছি!

 

মন্ত্রী বলল, দেখছি

কোটাল বলল, দেখছি

 

ঢোল ডগরে পড়ে কাঠি

রক্তে হয় রাঙা মাটি

 

কাড়ে না কেউ রা

ভালো মানুষের ছা

 

সাতটি চাঁপা সাতটি গাছে

পারুল বোন রইল কাছে

 

দণ্ডকে যায় ধর্মরাজার

কলের ডুলি।

এই গল্পে ভর্তি ক’রে

ঠাকুরমার ঝুলি ॥

আরো পড়ুন:  একটি মৃত্যু

Leave a Comment

error: Content is protected !!