রুপালী সভ্যতার সুর
শুকনো পাতা ঝরা দিন চলে যায় হাওয়ার মতোবেঁচে থাকার যত মায়া উবে যায়হাওয়ার মতো,কোনো খাপছাড়া ক্ষোভ, অভিমান, ক্রোধঘণ্টার হয়ে টুং টুং বাজতে থাকেতোমার অপ্রকাশিত মনে।একবার অরণ্যে পা দিয়ে দেখোজীবনের স্বাদ এখানেই,ছোট ছোট আদরকে মুক্ত করে দেখোভালোবাসার তৃপ্তি এখানেই। খড় কুটো ছেড়ে মেঘ হয়ে ভাসব বলেসীমান্ত পেড়িয়ে তোমার কাছে আসা,পাহাড় ঘেসে যে বাড়ি তোমার-সেখানে বাগান করব … Read more