ক্লারা জেটকিন এক মহান জার্মান কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা, মার্কসবাদী তাত্ত্বিক বিপ্লবী
কমরেড ক্লারা জেটকিন (৫ জুলাই, ১৮৫৭ – ২০ জুন ১৯৩৩) ছিলেন জার্মান কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, মার্কসবাদী তাত্ত্বিক এবং ‘নারী অধিকার’ আন্দোলনের বিশিষ্ট কমিউনিস্ট নেত্রী। জার্মানির কমিউনিস্ট পার্টির এই নারী নেত্রী সমাজতান্ত্রিক নারীবাদী হিসেবেও পরিচিত। তিনি বিশ্বাস করতেন, সমাজতন্ত্রই একমাত্র নারীকে মুক্তি দিতে পারে। আরো পড়ুন