কর্তৃত্ববাদ কাকে বলে
কর্তৃত্ববাদ (ইংরেজি: Authoritarianism) বলতে সেই মতবাদকে বোঝানো হয় যেখানে জনগণের সম্মতি অপেক্ষা কোনও ব্যক্তি অথবা গােষ্ঠীর কর্তৃত্বে সরকার পরিচালিত হয়। কর্তৃত্ববাদীরা মনে করেন যে তাঁদের মনােমত সুশৃঙ্খল পথে সরকার পরিচালিত হওয়া মঙ্গলজনক অথবা নিদেনপক্ষে প্রয়ােজনীয়। দুটি বিশ্বাস থেকে ধারণাটি গড়ে ওঠে: ১. লােকের কর্তৃত্বাধীন থাকাই কল্যাণকর, এবং আরো পড়ুন