পাতি চড়ুই বাংলাদেশের সুলভ আবাসিক এবং বিশ্বে বিপদমুক্ত পাখি
পাতি চড়ুই হচ্ছে বাংলাদেশের পাখির তালিকায় Passer গণের একটি প্রজাতি। এই গণে বাংলাদেশে রয়েছে ২টি প্রজাতি এবং পৃথিবীতেও রয়েছে ২৩টি প্রজাতি। বাংলাদেশে প্রাপ্ত প্রজাতি দুটি হচ্ছে ১. পাতি চড়ুই ও ২. ইউরেশীয় গাছচড়ুই। আমাদের আলোচ্য প্রজাতিটির নাম হচ্ছে পাতি চড়ুই। আরো পড়ুন