কৃষক প্রতিনিধিদের কংগ্রেস

কৃষক সংগঠনগুলির এবং কৃষক প্রতিনিধি সোভিয়েতগুলির প্রতিনিধিদের একটি কংগ্রেসের অধিবেশন ১৩ এপ্রিল থেকে তাউরিদা প্রাসাদে চলছে। এই প্রতিনিধিরা একটি সারা রুশ কৃষক প্রতিনিধি সোভিয়েত আহ্বানের জন্য সিদ্ধান্ত নিতে এবং সারা দেশে একই ধরনের আরও কৃষক প্রতিনিধি সোভিয়েত প্রতিষ্ঠার জন্য মিলিত হয়েছেন। আরো পড়ুন

শ্রমিক কমরেড ভাইয়েরা, চলুন শেষ নিষ্পত্তির লড়াইয়ে!

সোভিয়েত প্রজাতন্ত্র শত্রু দ্বারা পরিবেষ্টিত রয়েছে। কিন্তু এই প্রজাতন্ত্র বাইরের ও ভেতরের উভয় শত্রুকেই পরাস্ত করবে। শ্রমজীবী মানুষের মধ্যে ইতিমধ্যে দেখা গেছে উত্থানের জোয়ার যা নিশ্চিত করছে বিজয়। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পশ্চিম ইউরোপে বিপ্লবী অগ্নিকাণ্ডের স্ফুলিঙ্গ ও বিস্ফোরণ কত ঘন ঘন ঘটছে, আর এসব আমাদের এই নিশ্চয়তায় অনুপ্রাণিত করছে যে আন্তর্জাতিক শ্রমিকশ্রেণির বিপ্লব বেশি দূরে নয়। আরো পড়ুন

error: Content is protected !!