ফুলবাড়ির ফুলগুলো
জানিনা আজ ফুলবাড়ির ফুলগুলো কেমন আছে? স্বদেশের সম্পদ রক্ষায় তাঁর আজো কেমন লড়ছে? মিথ্যা স্বপ্ন দেখাতে আজো কি উৎপাত আছে দালালের? শুধু জানি কালো জলে নিত্য স্নান করে ফসলের ক্ষেত, মলিনতায় ভরে থাকে শিশুর চোখের পলক, এ জনপদে যে স্নান শেষে শুভ্র টগর হয়ে ঘরে ফিরতো, তার শরীরে আজ কৃষ্ণ পক্ষের মেঘ-আঁধার বাসা বেধেছে। বাউলা … Read more