নরওয়ে ইউরোপসহ পৃথিবীর বৃহৎ মৎস্যশিল্পের রাষ্ট্র
নরওয়ে ইউরোপের প্রত্যন্ত উত্তর-পশ্চিমে অবস্থিত। তার উপকূল উচু পাহাড়চড়া ও অসংখ্যা ফিয়র্ড চিহ্নিত। উষ্ণ উপসাগরীয় স্রোতের কল্যাণে নরওয়ের উপকূল সারা বছর তুষারমুক্ত থাকে। উপকূলীয় সংকীর্ণ একফালি নিম্নভূমিতেই দেশের সর্বাধিক সংখ্যক জনবসতি অবস্থিত। এই অঞ্চল মধ্যম ধরনের সামুদ্রিক আবহসেবিত ও বন্দরাকীর্ণ। আরো পড়ুন