প্রাচীন কালের গ্রিক দার্শনিক পিরহো ছিলেন সন্দেহবাদের প্রতিষ্ঠাতা
প্রাচীন কালের গ্রিক দার্শনিক পিরহো বা এলিসের পিরহোকে (ইংরেজি: Pyrrho of Elis) সন্দেহবাদের প্রতিষ্ঠাতা বলে মনে করা হয়। পিরহোর প্রধান বিবেচ্য বিষয় ছিল নীতিশাস্ত্র এবং ব্যক্তির সুখ দুঃখের সমস্যা। তাঁর কাছে সুখ যেমন দুঃখশূন্যতা, তেমনি তা ব্যক্তির নিস্পৃহতার মধ্যেও নিহিত। আরো পড়ুন