বাংলায় রাজনৈতিক আন্দোলন হচ্ছে নয়া গণতান্ত্রিক বিপ্লবী সাম্যবাদ অভিমুখী আন্দোলন
বাংলায় বা বঙ্গভূমিতে বা বঙ্গে বা বঙ্গদেশে বা বাংলাদেশে জনগণের রাজনৈতিক আন্দোলন (ইংরেজি: Political Movements in Bengal) হচ্ছে নয়া গণতান্ত্রিক বিপ্লবী মুক্তিকামী সাম্যবাদ অভিমুখী জনগণের গত দুইশত বছরের আন্দোলন। এই আন্দোলনের উপনিবেশিক ও নয়া-উপনিবেশিক পর্যায়ে জনগণের সাথে শাসকশ্রেণির দ্বন্দ্ব বিভিন্ন স্তর অতিক্রম করেছে। বঙ্গভূমিতে জনগণের সাথে শাসকশ্রেণির দ্বন্দ্বগুলো পেকে ওঠে গড়ে কুড়ি বছর পরপর। আরো পড়ুন