ল. ন. তলস্তয়
লেভ তলস্তয় মারা গেছেন। শিল্পী হিসেবে তাঁর বিশ্বজনীন তাৎপর্যে এবং চিন্তাবীর আর প্রচারক হিসেবে তাঁর সর্বজনীন খ্যাতিতে – এর প্রত্যেকটার নিজস্ব কায়দায় — প্রতিফলিত হয়েছে রুশ বিপ্লবের বিশ্বজনীন তাৎপর্য। মহাশিল্পী হিসেবে তলস্তয় দেখা দেবার সময়ে তখনও দেশে ভূমিদাসপ্রথার আধিপত্য ছিল। অর্ধ-শতকের বেশি কালের সাহিত্যিক ক্রিয়াকলাপের মধ্যে সৃষ্টি-করা একগুচ্ছ মহান রচনায় তিনি চিত্রিত করেছেন প্রধানত পুরনো প্রাকবিপ্লব রাশিয়াকে আরো পড়ুন