উত্তর আধুনিকতাবাদ দর্শন, চারুকলা, স্থাপত্য এবং সমালোচনার ক্ষেত্রে বিকশিত এক প্রতিক্রিয়াশীল আন্দোলন
উত্তর আধুনিকতাবাদ বা উত্তর আধুনিকবাদ বা উত্তরাধুনিকতাবাদ বা উত্তরাধুনিকবাদ বা আধুনিকোত্তরবাদ (ইংরেজি: Postmodernism) একটি বিস্তৃত আন্দোলন যা বিংশ শতাব্দীর মধ্য থেকে শেষভাগের দর্শন, চারুকলা, স্থাপত্য এবং সমালোচনার ক্ষেত্রে বিকশিত হয়েছিল এবং আধুনিকবাদ থেকে বিদায়কে চিহ্নিত করেছিল। আধুনিকতা এবং সেই যুগের প্রবণতাকে অনুসরণ করে আবির্ভূত উত্তর আধুনিকতাবাদ শব্দটি সাধারণত ঐতিহাসিক যুগ বোঝাতে বেশি ব্যবহৃত হয়েছে। আরো পড়ুন