নীলবনলতা বাংলাদেশ, আসামসহ এশিয়া ও অস্ট্রেলিয়ার ঔষধি লতা
নীল লতা, নীলবনলতা, নীলাতা বা নালাতাকে (বৈজ্ঞানিক নাম: Thunbergia grandiflora) একটি সপুষ্পক লতা জাতীয় উদ্ভিদ। এদেরকে থাই ভাষায় রাং জুয়েট নামে ডাকা হয়। এদের আদি নিবাস ভারত, চীন, ইন্দোচীন, নেপাল, বাংলাদেশ; বিশেষভাবে আসাম, সিলেট ও চট্টগ্রামে। আরো পড়ুন