বাংলা গান হচ্ছে হাজার বছরের বাঙালি সংস্কৃতির প্রধান উপাদান
বাংলা গান (ইংরেজি: Bangla music) হচ্ছে হাজার বছরের বঙ্গ অঞ্চলের বাঙালি সংস্কৃতির প্রধান উপাদান। বাংলা গানেই বঙ্গের মানুষ স্বচ্ছন্দ, উদার ও অকৃপণ। বাংলা গান তার সৃষ্টিলগ্ন থেকে আপন নিয়মে আপন গতিতে এগিয়ে চলেছে। বাংলা গানের এগিয়ে চলার পথে বস্তুবাদী ও ভাববাদী দুটি ধারা পারস্পরিক সমান্তরালভাবে বয়ে চলেছে। আরো পড়ুন