রাতের আতরে ভিজাইয়া আদরে কেন বঁধূ দূরে যায়? চাতুরিতে ভুলেছিলাম
রাতের আতরে ভিজাইয়া আদরে কেন বঁধূ দূরে যায়? চাতুরিতে ভুলেছিলাম, মান করে আর লাভ নাই— ভালোবাসা দেওয়া হল দায়।। যে শিকারি সাকি, ছিল চোরা পাখি, মন চুরি করে উড়ে যায়, রাঙায়ে গোলাপে, ভুলায়ে প্রলাপে, পেয়ালা সে খালি রেখে যায়।। পিয়াসী চাতকী আসিয়া একাকী বিষ ঢেলে সুধা নিয়ে যায়, মিঠে আগুনেতে ক্ষণিক বাসনাতে পিরিতি আধুরি রেখে … Read more