রাতের আতরে ভিজাইয়া আদরে কেন বঁধূ দূরে যায়? চাতুরিতে ভুলেছিলাম

রাতের আতরে ভিজাইয়া আদরে কেন বঁধূ দূরে যায়? চাতুরিতে ভুলেছিলাম, মান করে আর লাভ নাই— ভালোবাসা দেওয়া হল দায়।। যে শিকারি সাকি, ছিল চোরা পাখি, মন চুরি করে উড়ে যায়, রাঙায়ে গোলাপে, ভুলায়ে প্রলাপে, পেয়ালা সে খালি রেখে যায়।। পিয়াসী চাতকী আসিয়া একাকী বিষ ঢেলে সুধা নিয়ে যায়, মিঠে আগুনেতে ক্ষণিক বাসনাতে পিরিতি আধুরি রেখে … Read more

বিরহ বড় ভালো লাগে— বিরহে সোহাগিনী রহে মনের ঘরেতে

বিরহ বড় ভালো লাগে— বিরহে সোহাগিনী রহে মনের ঘরেতে। দাহিকা-রূপেতে বধূ এ পরান মাঝে, নিতুই গাহে, নিতুই নাচে নব নব সাজে। বিচ্ছেদ হবে এত মধুর জানিতাম না আগেতে।। বেদনা সাজায়ে মোরে গেরুয়া রং দিয়ে, সে রঙেরে ছুপাই আমি বাসন্তী রং দিয়ে। ব্যথার শাসন নাহি মানি রাঙাই ব্যথা রঙেতে।। কথা : মীরা দেববর্মণ সুর ও শিল্পী: … Read more

বর্ণে, গন্ধে, ছন্দে, গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে

বর্ণে, গন্ধে, ছন্দে, গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে এ কী তব হোরি খেলা! তুমি যে ফাগুন, রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী, তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি আমাতে তুমি—আমার পরানে প্রেমের বিন্দু, তুমিই শুধু তুমি।। প্রেমের অনলে জ্বালি যে প্রদীপ সে দীপের শিখা তুমি, জোনাকি … Read more

না, আমারে শশী চেয়ো না— চাহিলেও পাবে না। কেন তব মায়াজালে

না, আমারে শশী চেয়ো না —চাহিলেও পাবে না। কেন তব মায়াজালে বাঁধিবারে চাহ মোরে? কেন তব ছলভরা রূপালি উড়ানি দিয়া চাহ মোরে জড়াইতে— না, আমারে শশী ছুঁয়ো না, আমি ছোঁয়া দেব না। যাদুভরা নিশিতে তারার শোভার মাঝে নিজেরে সাজায়ে কেন কামনায় চাহ মোরে তবু বুকে তুলে নিতে? না, আমারে শশী ধরো না, আমি ধরা দেব … Read more

খুলিয়া কুসুমসাজ শ্রীমতী যে কাঁদে

খুলিয়া কুসুমসাজ শ্রীমতী যে কাঁদে, অলখে রহিয়া কানু, ফুল বেণু সাধে— আহা বিনোদিনী কাঁদে। সুরভি ঝরানো মালা দিল প্রাণে এ কী জ্বালা, যার লাগি হারাল কূল তারে কী দিয়ে গো বাঁধে বিরহিনী কাদে, শ্রীরাধিকা কাঁদে।। অঙ্গের লাবণি হল নয়নের জল, প্রেমের যমুনা কূল হয়েছে কি ছল? সে যে শুধু ফুলবাণে পরান বিধিতে জানে— বিষভরা ফুলবাণে … Read more

ঘুম ভুলেছি নিঝুম এ নিশীথে জেগে থাকি

ঘুম ভুলেছি নিঝুম এ নিশীথে জেগে থাকি, আর আমারই মতো জাগে নীড়ে দুটি পাখি।। কথা দিয়েছিলে আসিবে গো ফিরে, চাঁদ জাগে দূরে আকাশের তীরে— তাই তোমারেই আমি বারে বারে পিছু ডাকি।। একে একে ওই ডুবে গেল তারা, তবু তুমি ওগো দিলে না তো সাড়া— হায়, আলেয়া যেন আলো হয়ে দিল ফাঁকি।। কথা : গৌরীপ্রসন্ন মজুমদার … Read more

দূর কোন পরবাসে তুমি চলে যাইবা রে; বন্ধু রে, কবে আইবা রে

দূর কোন পরবাসে তুমি চলে যাইবা রে; বন্ধুরে, কবে আইবা রে।। এপোড়া কপাল সোনার কাঁকন হানি, ফাগুন আমার হইবে বিফল জানি— দূর কোন পরবাসে তুমি চলে যাইবা রে।। পদ্মপাতায় রাতের শিশির সম, যাইবে শুকায়ে হায় রে পিরিতি মম। দূর কোন পরবাসে তুমি চলে যাইবা রে; বন্ধুরে, কবে আইবা রে।। আরো পড়ুন

পথ চেয়ে রব আমি পথ চেয়ে রব,

পথ চেয়ে রব আমি পথ চেয়ে রব, পদধূলি হব, আমি পথ চেয়ে রব। আজও খেলে বনছায়া বাতাসেরই সুরে, আধো চাঁদে জাগে মায়া আছ কেন দূরে— একী খেলা তব বলো একী, তবু রব, আমি পথ চেয়ে রব। ওগো মালবিকা এখনি যেও না ঝরে— বলো কেন ব্যথা দেবে মোরে, মালবিকা গো। আলো ভেবে ভুলে যেন ছায়া বুকে … Read more

মালাখানি ছিল হাতে ঝরে তবু ঝরে নাই

মালাখানি ছিল হাতে ঝরে তবু ঝরে নাই, বিদায়ের ব্যথা লয়ে জলে আঁখি ভরে নাই। যদি গো শুকাল ফুল তবু সে তো নহে ভুল— ছিল মোর অপরাধ, ক্ষমা সে তো করে নাই।। খেলা হল অবসান মন নাহি ভোলে গো, ফাগুনের মতো হায় সেও গেছে চলে গো।। বাঁশি আজ কেঁদে কয় তবু সে তো দূরে নয়— বালুচরে … Read more

বাজে না বাঁশি গো

বাজে না বাঁশি গো, ফুলের বাসরে জাগে না হাসি গো। আকাশে নাই চাঁদে মধু জ্যোছনা, দূরেই রহিল সেই মৃগলোচনা, তাই নীরব নয়নধারে আমি ভাসি গো।। আজি এই মায়াভরা মধু নিশীথে বধূর মনে মন চায় মিশিতে। মালাখানি হল যে গো ফুল ঝরানো, জীবনে সবই যেন ভুলে ভরানো— সে প্রিয় হল কেন পরবাসী গো।। কথা : গৌরীপ্রসন্ন … Read more

error: Content is protected !!