একটি সাক্ষাত
একদা পাখির দিকে চেয়ে চেয়েআদিগন্ত বিস্তৃত হিমালয় পেরিয়েদূরে বহুদূরে মৃত্যু আর জীবনের মাঝখানে একটি ঘটনাকেউ আর কোনোদিন না জানুকতুমি তো জেনেছমুহূর্তের সাক্ষাতটুকু শেষ হলেবাঁচবে পুনর্বার জিতবার আরাধনা বহুবার ঘুরে ফিরে এসেছি যেই মোড়েআড়মোড়া ভেঙে মনটাকে করতে সচলমন চল অন্যখানে চলবারবার একই পথে ঘুরপাক খাওয়াএতোই মেধাবী মানুষ তবুও ভুলে যায় পুরনো শেকড়একটি সাক্ষাত তবু শেষ হয় … Read more