কাঁটা মুকুট উষ্ণমন্ডলীয় অঞ্চলের জন্মানো উদ্যানের শোভাবর্ধনকারী উদ্ভিদ
ঋজু বা লতান, রোমশ বিহীন, শাখাবহুল কন্টকিত গুল্ম। প্রায় ৬০ সেমি লম্বা, শাখা গোলাকার বা কোণাকৃতি, ১ সেমি পুরু, ধূসর। কান্ডপত্র একান্তর, বিডিম্বাকার থেকে বিভল্লাকার, ১-৬ x ০.৫-২.০ সেমি, স্থূলা, পার্শ্বীয় শিরা ১৫ জোড়া, উপরের পৃষ্ঠ গাঢ় সবুজ, অঙ্কীয় পৃষ্ঠ ফ্যাকাশে, উপপত্র কন্টকিত, ১-২ সেমি লম্বা। আরো পড়ুন