দোপাটি ফুল বাগান বা গৃহের আলংকারিক বর্ষজীবী বীরুৎ
দোপাটি (বৈজ্ঞানিক নাম: Impatiens balsamina, ইংরেজি নাম : Garden Balsam, Lady Slipper) হচ্ছে বলসামিনাসি পরিবারের ইম্পেসেন্স গণের একটি সপুষ্পক বিরুৎ। এটিকে বাংলাদেশে আলংকারিক উদ্ভিদ হিসেবে বাগানে বা গৃহে চাষাবাদ করা হয়। বাড়ির টবে বা বাগানের শোভাবর্ধন করে এই বিরুৎ। এর আকার বেশি বড় হয় না তাই অল্প জায়গাতেই জন্মাতে পারে। আরো পড়ুন