প্রয়োগবাদ বিচার্য বিষয়ের নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের উপযোগিতার ভিত্তিতে সত্য নিরূপণ করে
প্রয়োগবাদ বা দরকারবাদ বা প্রাগমেটিজম (ইংরেজি: Pragmatism) সত্য নিরূপণ করে বিচার্য বিষয়ের কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের উপযোগিতার ভিত্তিতে। প্রয়োগবাদ আধুনিক দর্শনের একটি অন্তর্মুখী ভাববাদী তত্ত্ব। ইংরেজি প্রাগমেটিজম কথাটির উৎপত্তি ঘটেছে গ্রিক শব্দ ‘প্রাগমা’ থেকে। ‘প্রাগমা’র অর্থ হচ্ছে কার্য সম্পাদিত বা কার্যকৃত। প্রয়োগবাদ শব্দ এবং চিন্তাধারাকে ভবিষ্যদ্বাণী, সমস্যা সমাধান এবং কর্মের সরঞ্জাম এবং যন্ত্র হিসাবে বিবেচনা … Read more