পদাতিক
(সুরেন্দ্রনাথ গোস্বামীকে) যেখানে আকাশ চিকন শাখায় চেরা চলো না উধাও কালেরে সেখানে ডাকি, হা ! হতোম্মি-সড়কে বেঁধেছি ডেরা মরীচিকা চায় বালুচারী আত্মা কি? লাল মেঘ গুহা পাবে না হয়তো খুঁজে নিজেরে নিখিল মিছিলে মেলাও যদি, চলো তার চেয়ে মরা খড়ে ঘাড় গুঁজে হবো অপরূপ অপরাহ্নের নদী| হরিণ সময় লাগমে বাঁধতে পারো? বিশ … Read more