রােম্যান্টিক
আগ্নেয়গিরি পাঠালে যে এই রাত্রি, গলিত ধাতুরা জমাট কখন বাধবে? ব্যবসায়ী মন মাহেন্দ্রক্ষণ খুঁজছে, টিকটিকি ডাকে,—বধির সে নির্বন্ধ। ঘড়ির কাঁটায় কত যে মিনিট মরছে, মনে অনন্ত সময়ের অধিরাজ্য; ভুলেছি, জ্যোৎস্না হারিয়ে হরিৎ ধান্য, এখানে বন্দী আনা-তিনেকের বাল্বে। ঘরে ঘরে সেই ভ্রমণবিলাসী ভাবনা আরাম-চেয়ারে আনে দুপুরের নিদ্রা; নিজেরি একদা কল্পিত সব স্বপ্ন সেলায়ের প্রতি … Read more