শঙ্খমতির পাড়ের নগ্ন পায়ে হাঁটার গল্প
আজ রাত, আরো গভীর হোকপিপীলিকা চাল দানা নিয়ে ঘরে ফিরুকমাতালের মগ্নতা চোখগুলোকে নির্লিপ্ত করে রাখুকআর চাঁদটা আমার মতোই জেগে থাকুক,কাগজের দুই ডানাতে ভর করে একটু জ্যোৎস্না আসুকআমাদের বাহু নেশায় ভরিয়ে তুলুকসেই মাতলামিতে তোমাকে একটি কবিতা শোনাবযদি তুমি জেগে থাকও?তোমাকে কল্পনার সিঁড়ি থেকে নামিয়ে নিয়ে যাবশঙ্খমতির পাড়ের রূপসী ঘাসের কাছে,এক পরিচিত জগতেযেখানে ভালোবাসার কোনো আলুথালু স্পন্দন … Read more