পালিশ
রঙিন চশমা দিয়ে ওপাশ দেখছি,এপাশে নেই অনেক কিছুই,হাঁড়ি শুষে যে প্রাণশক্তি তারা নিয়েছে,তার উপহার হিসেবে পেয়েছি একটি পালিশ করা দিন,ওপাশে ছটফটে প্রাণ;— এপাশে শূন্য হাঁড়ি। টাকা যে রং ছড়ায় আমরাও তা মাখি,মলিন দেহ রঙিন করে টাকার রং তুলি,যুগের সত্যকে ভুলিয়ে দিবে যদি গা ঘেঁষে থাকো,যন্ত্রণা আজ মালিশ হবে পালিশ দিন দিয়ে। তাই নিজের জমি চাষ … Read more