কমিউনিস্ট ইশতেহারের ১৮৮৮ সালের ইংরেজি সংস্করণের ভূমিকা
এই ইশতেহার প্রকাশিত হয়েছিল শ্রমজীবি মানুষের সমিতি “কমিউনিস্ট লীগ”এর কর্মসূচি হিসেবে, যে সংগঠন প্রথমে কেবল জার্মান পরে আন্তর্জাতিক, ১৮৪৮ এর আগের মহাদেশের রাজনৈতিক পরিস্থিতির অধীনে অনিবার্যভাবে এক গোপন সমিতি। লন্ডনে ১৮৪৭ এর নভেম্বরে অনুষ্ঠিত লীগের এক কংগ্রেসে মার্কস ও এঙ্গেলস দায়িত্বপ্রাপ্ত হন প্রকাশনার জন্য এক পুর্ণাঙ্গ তাত্ত্বিক ও ব্যবহারিক পার্টি কর্মসুচি রচনার। জার্মান ভাষায় প্রস্তুত … Read more