বাংলায় কথা বলার ‘অপরাধে’ জেল অসমের রিকশাচালক দম্পতির!
বাংলায় কথা বলার অপরাধে দেড় বছর জেল খাটতে হলো অসমের রিকশাচালক দম্পতিকে। মা-বাবার সঙ্গে জেলেই দিন কাটাল তাঁদের দুই নাবালক সন্তানও। খবর তরুণ চক্রবর্তীর পাঠানো দৈনিক আজকালের ৪ জানুয়ারির সম্পাদকীয় পাতার। যদিও বছরের শুরুতেই মুক্তি মিলেছে তাঁদের। ফরেনার্স ট্রাইব্যুনাল স্বীকৃতিও দিয়েছে তাঁদের ভারতীয় নাগরিক হিসেবে। আরো পড়ুন