আদা খাওয়ার বহুবিধ উপকারিতা, গুণাগুণ এবং ব্যবহার
রোগ সারাতে আদার রসের বহুবিধ উপকারিতা, গুণাগুণ এবং ব্যবহার রয়েছে। আদার রস রোগ সারাতে বহুবিধ কাজে লাগে। আদা বা আর্দ্রক (বৈজ্ঞানিক নাম: Zingiber officinale) হচ্ছে জিঞ্জিবারাসি পরিবারের জিঞ্জিবার গণের ছোট রাইজোমসমৃদ্ধ বীরুৎ। এদের রাইজোম সুগন্ধী, ঝাঁঝালো স্বাদ, ভিতরের রং ফিকে হলুদ। আদা গাছের পত্রল-কান্ড প্রায় ০.৫- ১.০ মিটার লম্বা। আরো পড়ুন