বাংলাদেশের ঠাকুরগাঁয়ে হিমালয়ী গৃধিনী উদ্ধার, ঠাঁই হলো রামসাগর জাতীয় উদ্যানে
বাংলাদেশের ঠাকুরগাঁয়ে একটি হিমালয়ী গৃধিনী ধরা পড়েছে। গত ৭ ডিসেম্বর, ২০১২ তারিখ বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও বিএডিসি ফার্মের পাশের আখছা গ্রাম থেকে সেটিকে উদ্ধার করা হয়। পরে সংবাদকর্মিরা জানতে পারলে বন বিভাগকে খবর দেয়। পরে সেটিকে বন বিভাগের লোকজন সেদিনই সন্ধ্যায় উদ্ধার করে নিয়ে যায়। আরো পড়ুন