দেশ বিচিত্রা
আমাদের গাঁয়ের উচুঁনিচু আলোয় ঝরে পড়ছে মহাকাল গড়িয়ে গড়িয়ে বিস্তৃত মটরদানার মতো, তারপর কেটে গেছে শতেক বছর অসীমের চারদিকে, থেমে গেছে সূর্যের বেগ, আমরাও হাটঁতে পারিনি কৃষ্ণগহ্বরের দিকে দিকে, শুধু বারবার উল্টে পড়েছি, উঠে দাঁড়িয়েছি, আবার ঝুপঝুপ উল্টেছি, গড়িয়েছি ফুটবলের মতো; বৃষ্টিসিক্ত সকালবেলা ঘুম থেকে জেগে দেখেছি সেখানে ধূলিধূসরিত বাতাসের দেহে বাতাসীর ঘ্রাণ মিশে তৈরি … Read more