বন্যপ্রাণ রক্ষায় অনুপ সাদি এবং ‘জীববিচিত্রা’ আন্দোলন
অনুপ সাদি প্রকৃতিপ্রেমি একজন লেখক। যদিও রাজনৈতিক বিশ্লেষণ এবং কবিতা লেখায় তাঁর আগ্রহ অধিক, তদুপরি তিনি প্রকৃতি বিষয়েও ইদানিং অনেক লেখা লিখছেন। তিনি জানিয়েছেন বন্যপ্রাণীর প্রতি তার ভালোবাসা আছে শৈশব থেকেই। তবে পাখির প্রতি তার কাজ করবার আগ্রহ জন্মেছিল ২০০৯ সালে। সেই আগ্রহটি জন্মেছিল সৌরভ মাহমুদের এক প্রতিবেদন পড়ে। সে বছর অক্টোবরে প্রথম আলোতে ছাপা হয় “পদ্মার চরে বিরল‘বাংলা বাবুই’ পাখির বাসা” শিরোনামের এক প্রতিবেদন। আরো পড়ুন