ঘোর কলিকাল আইল আকাল সোনার বাংলায়
হায় – হায়, ঘোর কলিকাল আইল আকাল সোনার বাংলায় ক্ষুধার অনল দিকে দিকে ধিকিধিকি ধায়।। শ্মশান চিতায় ডাকে শকুনি হা অন্ন হা অন্ন ধ্বনি চারিদিকে শুনি, লোকের দুঃখ দেখে চোখের জলে বক্ষ ভেসে যায়।। ক্ষুধায় মানুষ ঘুরে ফিরে মায়ের কোলে শিশু সন্তান মরে অনাহারে মৃত সন্তান বুকে নিয়ে কাঁদে রে বাপ মায়।। … Read more