প্রেসনেয়া জেলার জনসভায় বক্তৃতা
(কমরেড লেনিনের আগমনে দীর্ঘ জয়ধ্বনি। আন্তর্জাতিক সঙ্গীত বেজে ওঠে। সবাই উঠে দাঁড়ান।) কমরেড লেনিনের বক্তৃতা দেবাব আহ্বান আসার পর তিনি অতি সুস্পষ্ট ও প্রাঞ্জল ভাষায় সোভিয়েত সংবিধানের মর্মার্থ বুঝিয়ে বলেন, তার মৌলিক ধারাগুলির ব্যাখ্যা তুলে ধরেন। সোভিয়েত হলো জনপ্রশাসনের সর্বোচ্চ রূপ। সোভিয়েত মাথা থেকে বানানো নয়, এ হলো বাস্তব অবস্থার ফল। মানবজাতির ইতিহাসে আমাদের মতো এমন পশ্চাৎপদ একটা দেশে এই প্রথম তা দেখা দিয়েছে এবং বেড়ে উঠেছে। কিন্তু নৈর্বক্তিক দিক থেকে তাকে হতে হবে সারা বিশ্বে মেহনতী মানুষের ক্ষমতার রূপ। আরো পড়ুন