আত্মনির্ভরতা ও কঠোর সংগ্রাম
সভাপতি মাও সে-তুঙের উদ্ধৃতি ২১. আত্মনির্ভরতা ও কঠোর সংগ্রাম *** কোন ভিত্তির উপরে আমাদের নীতি স্থাপিত হওয়া উচিত? নিজেদের শক্তির ভিত্তিতে, এটাকেই আত্মনির্ভরতা বলা হয়। আমরা বিচ্ছিন্ন নই, দুনিয়ার সমস্ত সাম্রাজ্যবাদবিরোধী দেশ ও জনগণই হচ্ছেন আমাদের বন্ধু। কিন্তু আমরা আত্মনির্ভরতার উপরেই জোর দিই, নিজেদের সংগঠিত শক্তির উপরে নির্ভর করে আমরা সমস্ত চীনা ও বিদেশী প্রতিক্রিয়াশীলদের … Read more