৬০টি সুন্দি কাছিম গোপালগঞ্জ জেলার বাঘিয়া নদীতে অবমুক্ত
৬০টি সুন্দি কাছিম (ইংরেজি: Indian Flap-shelled Turtle) ১০ ফেব্রুয়ারি ২০১৯ আরিখে বাঘিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে। খুলনার বটিয়াঘাটা থানার মামলা নং-০৪ এর ভিত্তিতে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, খুলনা-এর নির্দেশে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার বিভাগীয় বন কর্মকর্তার অনুমতিক্রমে উক্ত ৬০টি সুন্দি কচ্ছপ অবমুক্ত করা হয়। আরো পড়ুন