শহর জুড়ে আজ লোড শেডিং
শহর জুড়ে আজ লোড শেডিং তাই অন্ধকার ঘরে ইন্টারনেটের কাটাকাটি ছেড়ে- আলো করে রেখেছে হেমাঙ্গের গানে। আমাদের দুজনের রয়েছে শহুরে জীবন তাই অবসর মেলেনা, কিন্তু আজ আমরা একান্তই নিজেদের বুকের স্পন্দনে ছিলাম অনেকক্ষণ, মান্দারিন হাঁসের মতো রূপ ছড়ানোর অনুভুতি আমাদের ঘিরে রেখেছিলো চারপাশ, আমরা যেন গভীর থেকে গভীরে গিয়েছিলাম যেমন অন্ধকার চিরে ফেলা এক শিখার … Read more